Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

৪। কি সেবা কিভাবে পাবেনঃ 

সরকারী চিঠি গ্রহণ এবং বিধিগত ভাবে জবাব প্রেরণ।

আবদেনের প্রেক্ষিতে বিধিগত ভাবে কার্যক্রম নেয়া হয়।

খাস জমি বন্দোবসত্ম, খাস জমি রক্ষনাবেক্ষন, খাস জমি চিহ্নিত করণ, সিকসিত্ম পয়সিত্ম জমির কার্যক্রম, রেকর্ড সংশোধন, রেকর্ড সংরক্ষণ, জেলা রেকর্ডরুমসহ সংশ্লিষ্ট ব্যক্তিগণ‘কে খতিয়ান প্রেরণ করা হয়।

ভূমি উন্নয়ন কর আদায়, অর্পিত সম্পত্তি সংরক্ষণ, চিহ্নিত করণ এবং বিধিগত ভাবে লীজ প্রদান।

দেওয়ানী মোকদ্দমার জবাব এবং যথাসময়ে স্বাক্ষী দেয়া।

জনসার্থে কর্মকর্তার নির্দেশ মোতাবেক সকল কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।